Eastmedinipur

Dec 07 2023, 11:42

*আজ দিনভর চলবে বৃষ্টি, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।*

আজ দিনভর মেঘলা আকাশ, চলবে বৃষ্টিও, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গিয়েছে। বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার কিও রাজ্যে বৃষ্টি হবে? তারইমধ্যে শুক্রবারের পর থেকে রাজ্যে কমবে পারদ। বাড়বে ঠান্ডা। কতটা ঠান্ডা বাড়বে?

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দিনভর আজ, বৃহস্পতিবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আগামিকাল, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। উইকেন্ডে ফিরবে শীতের আমেজ।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ ডিসেম্বর। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। এক বা দু'পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বুধবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি ছিল (২২.৪ ডিগ্রি)। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি।

Eastmedinipur

Dec 06 2023, 19:40

*নিমতৌড়িতে অনুষ্ঠিত হল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী অনুষ্ঠান সম্প্রীতির জয়গানে*

আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক সৌধ বাবরি মসজিদ ধ্বংসের কালাদিনে প্রোগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিসিএআই)-এর পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে নিমতৌড়ি হাইরোড মোড়ে 'সম্প্রীতির জয়গান' শীর্ষক একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যুদ্ধের বিরুদ্ধে এবং ধর্ম বর্ণ জাতপাতের বিরুদ্ধে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, অতুলপ্রসাদী সহ বিভিন্ন ধরনের গান আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন আধিকারিক তাপস কুমার মন্ডল।

বক্তব্য রাখেন দিকচিহ্ন পত্রিকার অন্যতম সদস্য অসীম গিরি গোস্বামী মহাশয়। সঞ্চালনা করেন তরুণ ঘোড়াই। পিসিএআই এর পূর্ব মেদিনীপুর জেলা শাখার আহ্বায়ক মঞ্জুশ্রী মাইতি বলেন - আজকে ভারতবর্ষের বুকে যেভাবে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে, দাঙ্গা লাগছে, মনিপুরের মতো বীভৎস ঘটনা ঘটছে, প্যালেস্টাইনের ওপর ইজরাইলি হানায় যেভাবে হাজার হাজার শিশু নারী প্রাণ দিচ্ছে তার বিরুদ্ধে সংস্কৃতিমনস্ক মানুষ চুপ থাকতে পারে না। আমরা সাংস্কৃতিক কর্মী হিসাবে এর প্রতিবাদ আমাদের গান কবিতার মধ্য দিয়ে ধ্বনিত করছি। সর্বস্তরের মানুষকে এই আবেদনের সাড়া দেওয়ার আহ্বান রাখছি।

Eastmedinipur

Dec 06 2023, 16:48

*চোরের দল, চুরি করতে না পেরে ভাঙচুর শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ শুভেন্দুর*

তমলুক: গতকাল( মঙ্গলবার রাতে) যারা গ্রাম পঞ্চায়েত ভাঙচুর করেছে তারা হেরে গিয়ে চুরি করতে না পেরেই ভাঙচুর করেছে তমলুকের সোনামুই গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে সেই এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে মান রেখার টাকা চুরি করে যারা , আবাস যোজনার টাকা যারা চুরি করতো তারা ভেঙেছে, এটা কাট মানি খাওয়ার অফিস বানিয়ে রেখেছিল।

এখানে একজন ডাকাত আছে তিন মাস জেল খেটেছিল পঞ্চায়েত ভোটের সময় সোমনাথ বেড়া চাকরি দেওয়ার নাম করে কুড়ি কোটি টাকা তুলেছে, পাইপ চুরি থেকে এহেনো চুরিতে বাদ নেই সব চুরিতে আছে। এটা চোর সামনে চোর পিছনের চর উপরে চোর একদম মমতা যোগ্য শরিক। সোমনাথ এবং জাকির এটা করেছে। আমি পরিদর্শন করলাম এবং পুলিশকে বললাম যাতে যথাযজ্ঞ ব্যবস্থা নেয় যেদিন আর নেয় থানাতে বিক্ষোভ হবে সব জায়গায় বিক্ষোভ হবে। এবং প্রধান উপপ্রধান কে বলেছি গোটা অঞ্চল অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করতে।

Eastmedinipur

Dec 05 2023, 15:51

*বড়দিনের আগে দিঘায় জমজমাটি ক্রীড়া আসর*

দিঘাঃ বড়দিনের আগে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জমজমাটি ক্রীড়া আসর।" দূষণ নয়, সবুজের জন্য দৌড়ান" থিমকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর রোড রেস এসোসিয়েশনের উদ্যোগে পূর্ব জেলা পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় আগামী ২৪ শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে " দিঘা বীচ ম্যারাথন"।

এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে " দিঘা বীচ ম্যারাথন" প্রতিযোগিতা। ২১ কিমি, ১০ কিমি ও ৬ কিমি পুরুষ ও মহিলা বিভাগ রয়েছে। তিনটি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহনের সুযোগ পাবে। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পাবে। বিভিন্ন বিভাগে প্রাইজ মানি আলাদ রয়েছে। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশন ফি ২১ কিমির জন্য ১০০০ টাকা, ১০ কিমির জন্য ৮০০ টাকা এবং ৫ কিমির জন্য ৬০০ টাকা। তবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিযোগি ও জেলা পুলিশের প্রতিযোগিরা ৫০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবে।

পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এসোসিয়েশনের সম্পাদক বসন্তকুমার জানা ও সহ সভাপতি অনুপকুমার মাইতি জানান, দূষণ মুক্ত দিঘা, সবুজ দিঘা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে " দিঘা বীচ ম্যারাথন" এর আয়োজন করা। ডিসেম্বর মাস থেকে দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ে। সামনেই বড়দিন। তার আগে দিঘায় সবুজের বার্তা তুলে ধরতে আমাদের এই প্রয়াস।

যে সমস্ত প্রতিযোগি অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা www.dighabeachmarathon.in ওয়েব সাইডের পাশা ৯৭৩২৫৫২৩০/৯৪৩৪৫৬৯৯৯৬ নম্বরেও যোগাযোগ করতে পারবে।

Eastmedinipur

Dec 04 2023, 13:54

*বাংলায় ব্যাতিক্রমী দল হিসাবে গড়ে তুলতে সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শুভেন্দুর*

তমলুক: বর্তমান বাংলার সরকার চোরের সরকার মনে করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। ছোট বড় সভাতে চোর চোর শ্লোগান হাতিয়ার করছে বিজেপি। আর সেই বিজেপি বাংলায় ব্যাতিক্রমী রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার জন্য রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে তমলুকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়ও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, রাজ্য ও জেলার বিভিন্ন নেতৃত্ব। এদিনের প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও তার পরিষেবা গুলি প্রদর্শনী হিসাবে তুলে ধরা হয়।

পঞ্চায়েত নির্বাচনের রাজ্যে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে। বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরে আগামী পাঁচ বছর সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করতে তা প্রশিক্ষণে তুলে ধরা হয়।

সামনেই লোকসভা নির্বাচন তার আগেই দলের নেতা কর্মীদের মতো পঞ্চায়েত সমিতির জয়ী পার্থীদের কর্ম পদ্ধতি তুলে ধরা হয়।

এদিন প্রশিক্ষণ শিবিরের দলের জয়ী প্রার্থীদের কাজ করা রণকৌশল জানালে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে কলকাতা রওয়ানা দেন।

তবে জেলা সভাপতি বিধায়িকা তাপসী মন্ডল বলেন, আমরা একটি ব্যক্তিকর্মী দল গড়ে তুলতে চাই। তাই দলের জয়ী প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ করার প্রশিক্ষণ দেওয়া। যাতে চোর সরকারের কাজের প্রতিবাদ করে সাধারন মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকার পায় তার ব্যবস্থা করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।

তিন রাজ্যে বিজেপির জয়ের পর বাড়তি অক্সিজেন পেলো বিজেপি নেতা কর্মীরা। তাই দলকে আরও শক্তিশালী করতে এখন থেকেই ২৪ জন্য লড়াই শুরু বিজেপির।

Eastmedinipur

Dec 02 2023, 16:20

*জাতীয় হ্যান্ডবল টিমে সুযোগ কোলাঘাটের মেয়ে হেনার*


কোলাঘাট : আফসানারা খাতুন ওরফে হেনা এখন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের গর্ব।শুধুমাত্র কোলাঘাট এখন নয় এখন এককথায় দেশের গর্বও বটে।দীর্ঘ ১১ বছর হ্যান্ড বল খেলার সাথে যুক্ত ছিলো।রাজ্যের হয়ে ৬ বছর ধরে হ্যান্ডবল টিমে যোগদান করে।তবে রাজ্য দলের ক্যাপটেন ছিলেন প্রথম থেকে।দেশের বিভিন্ন রাজ্যে বাংলার হয়ে খেলেছেন।তবে ২৫ থেকে ২৭ তারিখ নেপালের পোখরায় ইন্দো নেপাল আন্তর্হাতিক স্পোর্টস গেম খেলতে যান আফসানারা খাতুন ( হেনা)।তারপরই খুশির খবর পান হেনা।

তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবার।অর্থাৎ জাতীয় দলে সুযোগ পেলেন ওূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়িশা গ্রামের আফসানারা খাতুন।আজ শনিবার নেপাল থেকে বাড়ি ফেরেন হেনা।তার এই খুশির খবরে উচ্ছোশিত পরিবার থেকে প্রতিবেশিরা।

আগামীদিন হেনার লক্ষ্য দেশের হয়ে নিজেকে উজাড় করে দেওয়া।দেশকে জিতিয়ে আানাই হেনার একমাত্র লক্ষ্য।জানুয়ারীতে রয়েছে রাজ্যস্তরীয় ও দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা।লক্ষ্য এখন দেশকে জিতিয়ে আনা।তবে হেনার এই সাফল্যে রীতিমতো খুশি কোলাঘাটবাসী।

Eastmedinipur

Dec 01 2023, 16:32

*অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী চুরি করছেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা এক কর্মী। ২৫ হাজার টাকার বিনিময়ে চুরি চাপা দেওয়ার চেষ্টা। বিক্ষোভ গ

কোলাঘাট : কোলাঘাট ব্লকের রামতারকহাটের বাঁকুড়াচক অঙ্গনওয়ারী কেন্দ্রের এক কর্মী দীর্ঘ তিন বছর যাবত বাচ্চাদের খাওয়ার সামগ্রী চুরি করে আসছেন। আজ ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে অঙ্গনওয়াড়ির ওই কর্মী ২৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি চাপা দেওয়ার কথা বলেন উত্তেজিত গ্রামবাসীদের।

গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন গায়ত্রী ঘাটা নামে স্থানীয় এক মহিলা । অঙ্গনারী কেন্দ্রে যে পরিমাণ শিশু শিক্ষা দান করতে আসেন তার অধিক পরিমাণ শিশুর খাওয়ারের হিসেব দিতেন স্কুলের রেজিস্টার খাতায়।

এই খবর প্রকাশ্যে আসতেই একাধিকবার খাওয়ানোর দায়িত্বে থাকা সুপারভাইজার কে জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোন লাভ হয়নি ।আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিজের বাড়ি নিয়েযাওয়ার পথে ওই কর্মীর পথ আটকায় গ্রামবাসীরা। তারা বলছেন প্রত্যহ খাবারের ডিম তিনি বাড়ি নিয়ে চলে যেতেন। আজ তাকে আমরা হাতেনাতে ধরেছি। অভিযোগ গত ৩ বছর ধরে খাদ্যসামগ্রী চুরি করে আসছেন ওই কর্মী, আজ ডিমচুরি করার সময় গায়েত্রী ঘাঁটা কে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের আরো অভিযোগ গায়তৃদেবী গ্রামবাসীদের ২৫ হাজার টাকা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নিতে চেয়েছিলেন ওই কর্মী,রাজি হয়নি গ্রামবাসীরা।ওই কর্মীকে ঘিরে চলে ব্যাপক ঝামেলা আরো অভিযোগ আগেও ধরা পড়েছিলেন ওই কর্মী, তখন বাচ্চাদের খাইয়ে ব্যাপার টা মিটিয়েছিলেন। কিন্তুআজ তাকে হাতে নাতে ধরে ফেলে।পরে সেখানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Eastmedinipur

Dec 01 2023, 12:54

*নিখোঁজ বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দিলো পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ, খুশি পরিবারের লোকজন*

মহিষাদল: বৃহস্পতিবার সকাল থেকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের সামনে অস্বাভাবিক ভাবে বসে ছিলো এক বৃদ্ধা মহিলা। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখে হাসপাতালে চিকিৎসক সমরকুমার সিং তাঁর সাথে কথা বলেন। বাড়ি কোথায়, কোথায় এসেছেন, কার সাথে এসেছেন জানতে চাইলে কিছু বলতে পারেনি। মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ খোঁজ শুরু করে। শেষমেশ শুক্রবার সকালে পরিচয় জানা যায়। মহিলার নাম প্রমীলা ঘোড়াই। বয়স ৮৫ বছর। বাড়ি কোলাঘাট থানার মেচেদার রামতারাঘাট। মহিষাদল থানার পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে। শুক্রবার সকালে প্রমীলাদেবির ছোট ছেলে রণজিৎ ঘোড়াই ও বৌমা ভারতী ঘোড়াই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এসে তাদের মাকে নিয়ে যায়।

বৌমা ভারতী ঘোড়াই জানান, আমরা মেচেদায় সবজী ব্যবসা করি। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আসি। মা বাড়িতে থাকে। বৃহস্পতিবার সকালে ব্যবসা সেরে বাড়ি ফিরে দেখি বাড়িতে নেই।আশেপাশে খোঁজাখুঁজি শুরু করি। না পাওয়ায় চিন্তা বাড়তে থাকে। তার রাতের দিকে মহিষাদল থানা থেকে খবর পাই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে রয়েছে। খবর পাওয়ার পর শুক্রবার সকালে এসে মাকে আমরা খুঁজে পাই। মায়ের বাপের বাড়ি মহিষাদল থানার লক্ষ্যার বাবুহাটে৷ বাড়িতে থাকা ৫০০ টাকা নিয়ে কোনো রকমে মহিষাদলে চলে আসে। তারপর পথ বুঝতে না পেরেই এখানে রয়ে যায়। মাকে পেয়ে খুব ভালো লাগছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারে আমরা ভীষন খুশি।

বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক সমরকুমার সিং বলেন, হাসপাতালের সমানে আনমোনা হয়ে বসে থাকতে দেখে উনার বিষয়ে জানতে চাইলাম কিছু ঠিকঠাক বলতে না পারায় আমরা হাসপাতাল থেকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করি। সেই সাথে মহিষাদল থানায় খবর দেই।

মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা পুলিশ গ্রুপে বার্তা পাঠাই। সেখান থেকে পরিচয় জানা যায়। বৃদ্ধ মহিলাকেভপরিবারের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।।

Eastmedinipur

Dec 01 2023, 09:13

*শিল্প শহর হলদিয়ায় বাজারে আগুন, পুড়লো দোকান, আতংকিত ব্যবসায়ীরা*

হলদিয়া: শিল্প শহর হলদিয়া লাগোয়া সুতাহাটা বাজারে দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়েন্ত্রনে আনে। আগুনের ঘটনায় একটি পান ও স্টেশনারি দোকান পুড়ে যায়। পার্শ্ববর্তী কয়েকটি দোকানে অল্পস্বল্প আগুন ছড়িয়ে পড়ে।দমকল সঠিক সময়ে আসায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

দোকানের এক মালিক প্রসেন পাত্র জানান, প্রতিদিনের মতো এদিন দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাতি ১ টা নাগাদ আমার এক বন্ধু যখন হলদিয়ায় ডিউটি সেরে আসে সে দেখতে পায় আগুন লেগেছে। খবর পেয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল এসে আগুন নেভায়।লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আগুন লাগার কারন জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।

Eastmedinipur

Dec 01 2023, 09:10

*একের পর এক জেলা পুলিশের সাফল্য, খুশি জেলার মানুষ*

তমলুক: দিনে দিনে বাড়ছে প্রতারণা ও চুরি ছিনতাইয়ের মতো ঘটনা।তুরন্ত সেই সমস্ত ঘটনার সমাধান করে দিচ্ছে পুলিশ। তাতে কিছুটা হলেও খুশি হচ্ছেন এলাকার মানুষ। বর্তমান সময়ে লোভের প্রলোভনে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা যেমন প্রতারিত হচ্ছে তেমনি হাতে হাতে মোবাইল নিয়ে ঘোরায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে চলেছে প্রায়শই। আর সেই সমস্ত প্রতারিত ব্যক্তির বা চুরি ও ছিনতাই হয়ে যাওয়া ব্যক্তির টাকা ও মোবাইল ফিরিয়ে দিলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

গত অক্টোবর মাসে সেক বাবলু নামে এক ব্যক্তি ভগবানপুর থানায় তার ৪৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই মামলায় তদন্ত নেমে ভগবানপুর থানার আধিকারিক সুরাজ আশ প্রতারকের ব্যাঙ্ক একাউন্ট থেকে সাড়ে সতেরো লাখ টাকা পুনরুদ্ধার করে, আদালতের রায়ে শেখ বাবলুর ব্যাঙ্ক একাউন্টে উদ্ধার হওয়া টাকা ফেরত দেন।

অপর দিকে শিল্প শহর হলদিয়ার ভবানীপুর থানায় একাদিক মোবাইল চুরি ও চিনতাইয়ের অভিযোগ জমা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ১৫ টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল গুলি ১৫ জনের হাতে তুলে দেয় পুলিশ।হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি মোবাইলের মালিকরা। জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগে গত কয়েক মাসে বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছে। আমাদের এই প্রচেষ্টা আগামীদিনে একইভাবে চলতে থাকবে বলে জানান পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। পুলিশের পক্ষ থেকে একটা ট্যাগ লাইন তৈরি করা হয়েছে। তা হলো - "জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকুন , লোভ সংবরণ করুন !"। সেই সাথে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সর্বদা সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করুন।

আগে অভিযোগ শুধু নামেই। কাজ হতো না। অপেক্ষার প্রহর গুনতে গুনতে দিন অতিবাহিত হয়ে যেতো। বর্তমানে অভিযোগের কয়েকদিনের মধ্যে তা সমাধান হচ্ছে। পুলিশের এই ধরনের পরিষেবায় খুশি এলাকার মানুষজন।।